তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করতে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে সচেতনমূলক মাদকবিরোধী পোস্টার লাগায় সংগঠনটির নেতাকর্মীরা।
সরেজমিন দেখা যায় ,ক্যাম্পাসসহ আশেপাশের এলাকায় মাদকবিরোধী পোস্টার ও সচেতনতামূলক বার্তা ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরার মাধ্যমে তাদের সচেতন করার প্রচেষ্টা চলছে মাদকবিরোধী প্রচারাভিযানটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি বিভিন্ন আবাসিক হল, প্রধান ফটক, আশেপাশের দোকান ও চায়ের স্টলসহ ক্যাম্পাস সংলগ্ন স্থানগুলোতে পরিচালিত হয়েছে এছাড়া, স্থানীয় বাসস্ট্যান্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও পোস্টার টাঙানো হয়েছে, যাতে ক্যাম্পাসের বাইরের মানুষও সচেতন হতে পারে।
সংগঠনটির সভাপতি ইমদাদুল হক বলেন, ‘এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানো এবং তাদের মাদক থেকে দূরে থাকার জন্য উদ্বুদ্ধ করা সিআরসি’র লক্ষ্য একটি মাদকমুক্ত ক্যাম্পাস ও সুস্থ সমাজ গড়ে তোলা সংগঠনটি আশা করছে, শিক্ষার্থীরা এই প্রচারণা থেকে অনুপ্রাণিত হয়ে মাদক থেকে দূরে থাকবে এবং নিজেরা আরও সচেতন হবে।সবার প্রতি আমরা আহ্বান থাকবে তারা যেন মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির এই প্রচেষ্টায় সহযোগিতা করে।
একসাথে কাজ করে একটি মাদকমুক্ত, সুস্থ ও সবল সমাজ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে সংগঠনটি।
উল্লেখ্য, সিআরসি'র সদস্যরা দীর্ঘদিন ধরেই সমাজের অবহেলিত শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে সম্প্রতি সংগঠনটি মাদকাসক্তির ক্রমবর্ধমান প্রবণতা লক্ষ্য করে এই কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করে সিরআর সি মনে করে, মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম উপায় হলো তরুণ প্রজন্মকে মাদকের বিরুদ্ধে সচেতন করা এবং তাদের ভবিষ্যৎ ধ্বংসের হাত থেকে রক্ষা করা।