খুলনার কেসিসির ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রাব্বানি টিপুকে কক্সবাজারে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
আজ (৯ জানুয়ারি) রাত ৮ টার দিকে কক্সবাজার শহরের সমুদ্র সৈকত এলাকার হোটেল সীগালের সামনে এই ঘটনা।
পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গোলাম রব্বানী খুলনা সিটি করপোরেশনের দৌলতপুর দেয়াওনা পাড়া এলাকার মোঃ গোলাম আকবরের ছেলে।
উদ্ধারকারী এক চালক জানান, সমুদ্র সৈকত পাড়ের সড়কে হোটেল সীগালের সামনে তিনি গাড়িতে আসছিলেন। হঠাৎ তার সামনে একটি গুলি আওয়াজ শুনেন এবং এই ব্যক্তিকে মাটিতে ঢলে পড়তে দেখেন। সাথে সাথে লোকজন জড়ো হলে তাদের সহযোগিতায় মাথায় গুলিবিদ্ধ গোলাম রাব্বানি টিপুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এসএম শোয়াইব জানান, নিহত ব্যক্তি মাথার সামনে-বামে গুলিবিদ্ধ হয়ে মাথা ভেদ করে গুলি ডানে কান বরাবর বের হয়েছে। এতে বড় জখম হয়েছে। পরীক্ষা করে দেখা যায় তিনি হাসপাতালে আনার আগেই মারা গেছে।