পাবনা জেলার চাটমোহর উপজেলার চাটমোহর পৌর সদরের নতুনবাজার খেয়াঘাট ব্রিজের উভয় পার্শ্বে ভাঙ্গন রোধে প্যারা-সাইডিং কাজ করার কথা।
থাকলেও বর্তমানে একপাশে (উত্তর পার্শ্বে) কাজ করা হচ্ছে। বন্যার পানি ডুকে পড়েছে, কিন্তু দক্ষিণ পার্শ্বের কাজ এখনো শুরু করা হয় নাই।অপরদিকে দক্ষিণ পার্শ্বে এখনো প্যারা সাইডিং কাজ শুরু না করে।
ব্রিজের নিচে ড্রেনের মাথায় সাইডে ওয়াল দেওয়া হচ্ছে। যা নিয়ে নানা মনে জল্পনা কল্পনা নানা প্রশ্নের গুঞ্জন চলছে । বন্যার পানি থাকায় প্যারা সাইডিং কাজ করতে সমস্যায় পড়তে হবে। অপরদিকে কাজের মানও খুবই খারাপ হবে।
জরুরী ভিত্তিতে কাজটি সম্পন্ন করতে এবং নিয়মিত মান সম্মত কাজের তদারকি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সংশ্লিষ্ট মহল্লার জনসাধারণ।