কবিতা- মা '
আমার মতো ধনী তিনি 'মা আছে যার ;
আদর সোহাগ কে পাবো তাঁর মতো আর।
দুংখ গুলো বলতে পারে. মায়ের কাছে বসে,
জীবন যুদ্ধে চলতে পারে, কঠিন সময় হেসে।
তাঁর মতোন সুখী মানুষ আর কেহ নাই।
মা যে ভবে সবচেয়ে দামী ;দেখতে সবে পাই।
মায়ের মনে ভুলে ও কেউ কষ্ট দিসনে ভাই।
সবার মা ভালো থাকুক এটাই শুধু চাই।