বন্দর নগরী চট্টগ্রামে অবস্থানরত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল রবিবার রাত নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত সাম্পান রেস্টুরেন্টে DUETian Get Together & Meet with VC শীর্ষক শিরোনামে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ডুয়েট এলামনাই এসোসিয়েশন চট্টগ্রাম।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভাইস চ্যান্সেলর চট্টগ্রামের কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ জয়নুল আবেদীন পিইঞ্জ,
ডুয়েট এলামনাই এসোসিয়েশন চট্টগ্রাম ও চট্টগ্রাম এ্যাব এর সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম এর সভাপতিত্বে প্রকৌশলী সৈয়দ মোজাম্মেল হোসেন কাঞ্চন এর সঞ্চালনায় কর্ণফুলী গ্যাস ডিস্টিভিউশন এর মেনেজার প্রকৌশলী জাহাঙ্গীর আলম এর সার্বিক সহযোগিতায় এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রকৌশলী শফিকুর রহমান, BSRM এর হেড অব মেইন্টেন্স প্রকৌশলী আবু সোহেল, সিডিএ এর বোর্ড মেম্বার প্রকৌশলী শাখাওয়াত হোসেন, গণপূর্ত বিভাগের অতিরিক্ত ইঞ্জিনিয়ার প্রকৌশলী এ কি এম শাহাজালাল মজুমদার, রাউজান RPCL এর নির্বাহী প্রকৌশলী খাঁন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উইং কমান্ডার প্রকৌশলী আবু আলী আজম, বাংলালিঙ্ক এর হেড অফ রিজিওন প্রকৌশলী মোঃ সাইফুর রহমান বিপ্লব, চুয়েট এর চিফ টেকনিক্যাল অফিসার ড. প্রকৌশলী রিটন কুমার দাশ, কেএসআরএম এর মেনেজার প্রকৌশলী অজয় কিশোর দত্ত, বিএসআরএম এর মেনেজার প্রকৌশলী জঞ্চয় দাশ, এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মো. লোকমান হোসাইন, পিডিবি আগ্রাবাদ এর নির্বাহী প্রকৌশলী তাজ উদ্দিন, ওয়েল আপ টেকনোলজির পরিচালক প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন ও প্রকৌশলী মো. জামাল উদ্দীন, কর্ণফুলী গ্যাস ডিস্টিভিউশন এর ডেপুটি মেনেজার প্রকৌশলী মো. ইমরান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মোঃ নারিফুর রহমান, পিডিবি এর প্রকৌশলী মো. রফিকুন্নবী, ওয়েল আপ টেকনোলজি এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমির আদনান সহ শতাধিক প্রকৌশলী এতে উপস্থিত ছিলেন।
ডুয়েট এলামনাই এর চট্টগ্রামের সদস্যরা তাদের বক্ত্যবে তাদের প্রিয় প্রতিষ্ঠানের এর স্মৃতিচারন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ নব নিযুক্ত ভিসি মহোদয়ের কাছে তুলে ধরেন। বিশেষ করে উচ্চ শিক্ষা, গবেষণা, সময়োপযোগী আধুনিক ল্যাব তৈরী, দেশ বিদেশে শিল্প কারখানার সাথে সম্পর্ক উন্নয়ন, ক্যাম্পাসে আবাসন সমস্যা সমাধানে নজর দেওয়ার পরার্মশ দেন। তাছাড়া ডুয়েট এলামনাই কে আরো শক্তিশালী ও কার্যকর ভাবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপে কথা তুলে ধরেন।
প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জয়নাল আবেদিন তার বক্তব্যে এই আয়োজনের জন্য ডুয়েট এলামনাই চট্টগ্রামকে ধন্যবাদ দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিয়ে তার প্রশাসনের বিভিন্ন পরিকল্পনা কথা তুলে ধরেন। বিশেষ করে গবেষণার সুযোগ সৃষ্টি, বাজেট, উচ্চ শিক্ষা, আন্তজার্তিক সেমিনার, আধুনিক ল্যাব, আবাসন সমস্যা সমাধানে নতুন প্রশাসন কার্যকরী পদক্ষেপ এর কথা উল্লেখ করেন। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী হিসাবে তরুন প্রজন্মের প্রকৌশলীদের জন্য সবায়কে যার যার জায়গা থেকে ভূমিকা রাখার আশা ব্যক্ত করে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ও পদক্ষেপের কথা উল্লেখ করেন। আগামী দিন গুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সবার সহযোগিতা ও পরামর্শের আশা ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে চট্টগ্রাম ডুয়েট এলামনাই এসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম সবসময় ডুয়েট প্রশাসনের পাশে থাকা এবং আর্থিক ভাবে পিছায়ে থাকা ডুয়েট শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় ডুয়েট এলামনাই এসোসিয়েশন চট্টগ্রাম সবসময় পাশে থাকার ঘোষণা দেন।