ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে পিকআপ ভ্যানের চাপায় নান্দাইলের যুবক সহ নিহত ২

  • আপলোড তারিখঃ 11-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 275971 জন
গাজীপুরে পিকআপ ভ্যানের চাপায় নান্দাইলের যুবক সহ নিহত ২ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গাজীপুরের পিকআপভ্যানের চাপায় নান্দাইলের যুবক সহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়াের গাজীপুর কড্ডা বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মারফত আলীর ছেলে মনজুর সরকার (৩৮),বগুড়ার মোকামতলা এলাকার এহসান হাসান (৪২) নিহত হন। 


এঘটনায় আব্দুল হামিদ নামের একজন গুরুতর আহত হয়েছেন। তিনিও মোটরসাইকেল আরোহী ছিলেন। তিন জনই গাজীপুর কোনাবাড়ি এলাকায় জুটের ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন। 


পুলিশ জানায়, শুক্রবার রাত ৯ টার দিকে মোটরসাইকেল যোগে তিন জন কেনাবাড়ি থেকে চান্দনা চৌরাস্তায় যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা বাইমাইল ব্রিজ এলাকায় আসতেই দ্রুতগতির পিকআপ চাপা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে তিন আরোহী সড়কে ছিঁটকে পড়ে যায়। ঘটনা স্থলেই মনজুর সরকার ও এহসান হাসানের মৃত্যু হয়। 


কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন জানান- দুর্ঘটনায় নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ছাড়া আহত একজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন