ঢাকা | বঙ্গাব্দ

ভোলা প্রেসক্লাব সভাপতি এ্যাড. নজরুল হক অনু'র ৫৫ তম জন্মদিনে সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত

  • আপলোড তারিখঃ 02-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 300900 জন
ভোলা প্রেসক্লাব সভাপতি এ্যাড. নজরুল হক অনু'র ৫৫ তম জন্মদিনে সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত ছবির ক্যাপশন: ভোলা প্রেসক্লাব সভাপতি এ্যাড. নজরুল হক অনু'র ৫৫ তম জন্মদিনে সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত
LaraTemplate

ভোলা প্রেসক্লাব সভাপতি এ্যাড. নজরুল হক অনু'র ৫৫ তম জন্মদিনে সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত



আশিকুর রহমান শান্ত,ভোলা:


ভোলার প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু'র ৫৫ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট গুলো ছিল নজর কাড়ার মত। সাংবাদিকতার এই উজ্জ্বল নক্ষত্র এডভোকেট নজরুল হক অনু সাংবাদিকদের ভালোবাসায় ও ফুলে সিক্ত হয়েছেন। জেলার প্রায় শতাধিক সংবাদকর্মী জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কলম যোদ্ধার জন্মদিন উদযাপন করা হয়।


বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯ টায় ভোলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনু'র বাস ভবনে ভোলা জেলার সাংবাদিকদের নিয়ে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জন্মদিনের অনুষ্ঠানে ভোলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দ্বীপ কন্ঠের সম্পাদক ইউনুছ শরিফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুবুল হক লিটু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কালবেলার ভোলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, ভোলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক অর্থনিতির জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, দৈনিক ভোলা টাইমস্ এর প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, দৈনিক খবরের জেলা প্রতিনিধি বশির আহম্মেদ, ভোলা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক এইচ এম নাহিদ, পাঠাগার সম্পাদক এইচ এম জাকির, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এম রহমান রুবেল, ভোলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলামিন শাহরিয়ার।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক ভোলার বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ইমরান, দৈনিক ভোলা টাইমস এর বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্তসহ প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


উল্লেখ্য ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনু তার দীর্ঘ ৪০ বছর কর্মজীবন অতিক্রম করেছেন। দীর্ঘ ৪০ বছরের সাংবাদিকতার জীবনে তিনি অনেক সাফল্য অর্জন করেছেন। তার কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশন এর কর্মরত থাকা অবস্থায় শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে পুরস্কৃত হয়েছিল। দৈনিক জনকণ্ঠসহ বাংলাদেশের প্রভাবশালী বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি কাজ করেছেন। ব্যক্তি জীবনে তিনি দুই ছেলের জনক। তার স্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন