ঢাকা | বঙ্গাব্দ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

  • আপলোড তারিখঃ 08-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 296417 জন
ঐতিহাসিক ৭ মার্চ  উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

আজ  ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা  আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে  বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।


দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ( ৭ মার্চ) সকাল ১০ টায়   কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো মহিউদ্দিন । প্রধান অতিথি ছিলেন কাপতাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই  কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাছির , কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আবুল কালাম আজাদ চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত)  ইমরুল হাসান  ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।


এর আগে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন  নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী ও  দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও পুস্পস্তবক অর্পণ করেন। আর বাংলাদেশ পুলিশের পক্ষ হতে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আবুল কালাম আজাদ  এবং চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত)  ইমরুল হাসান এর নেতৃত্বে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন