আজ ২৫ জুন (মঙ্গলবার) পুনাক খুলনা রেঞ্জের উদ্যোগে কিশোর কিশোরীদের নিয়ে একটি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনার সিটিএন হোটেলে এ সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা.তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী উক্ত সভাই সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের উপদেষ্টা রওশন জাহান নুপুর।
উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভাপতি বলেন আমাদের ভুলক্রমে বিপথগামী কিশোররা কিভাবে সমাজের মূল ধারায় আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এবং কিশোর-কিশোরীদেরকে উৎসাহিত প্রদান করতে হবে। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজের সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ ডা. শরিফ আতিকুজ্জামান , আরো উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোহেল খান।
প্রফেশন অফিসার আবুল হাসনাত লিটন, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ শরিফুর রহমান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডাক্তার আহানুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহ বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।