নসিংহ জেলার নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের অবসরপ্রাপ্ত আর্মি অফিসার মৃত আনিসুর রহমান আনার (৩৪ বীর)এর একমাত্র ছেলে হাফেজ মাওলানা নওশাদুর রহমান জীবন (২৫) প্রথম বারের মতো মামা হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ এর সহযোগিতায় ইংল্যান্ডের লন্ডন দাওয়াহ্ সেন্টার মসজিদে তারাবীর নামাজ পড়াচ্ছেন।
শুরুটা হয় বাবার হাতধরে, প্রথম বার তারাবী পড়ায় (২০১২) সালে ১৩ বছর বয়সে, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার তারাকান্দী ইউনিয়নের হরশী জামে মসজিদে,সেই থেকে শুরু, তারপর ২০১৪- ২০২০ পর্যন্ত ঢাকায় অবস্থানরত সাভার ক্যান্টারমেন্ট মসজিদে এবং সর্বশেষ ২০২১-২০২৩ সাল পর্যন্ত নিজ গ্রাম গোপীনাথপুর জামে মসজিদে।
আর এবার প্রথম বারের মতো মামা, হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ্ এর সহযোগিতায় ইংল্যান্ডের, লন্ডন দাওয়া সেন্টার মসজিদে তারাবীর নামাজ পড়াচ্ছেন।
উল্লেখ্য হাফেজ নওশাদুর রহমান
২০১২ সালে (১৩)বছর বয়সে বগুড়া মহিউস্ সুন্নাহ মাদ্রাসায় হিফয সম্পন্ন করে, ২০১৮ সালে তামিরুল মিল্লাত মাদ্রাসায় দাখিল পরীক্ষায় GPA 5 এবং ২০২০ সালে আলিমেও GPA 5 পেয়েছেন।
২০২০-২১ সালে এডমিশন টেস্টে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং ইসলামি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়।
বাবার ইচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হন, বর্তমানে তিনি উচ্চ শিক্ষার জন্য লন্ডন সাউথ ব্যাংক ইউনিভারসিটিতে অধ্যয়নরত আছেন।