ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ 10-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 295728 জন
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

জাতীয়  দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের  আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রবিবার ( ১০ মার্চ) সকাল সাড়ে  ১০ টায় কাপ্তাই উপজেলা  পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দা ফারহানা পৃথা। 

 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। 

 কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানার সঞ্চালনায় এসময়  বক্তব্য রাখেন , কাপ্তাই উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ,  কাপ্তাই উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী,  ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন,  ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মিলন। 


স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন। 


এর আগে সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বের  হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ফায়ার সার্ভিসের কর্মী এবং স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।



নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন