কিশোরগঞ্জের জেলার সদর থানাধীন আঃ সামাদ প্লাজার নিচ তলায় "মেসার্স জেএফ টেলিকম" নামক দোকানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন, আইএমইআই পরিবর্তন করার ডিভাইস, ডেক্সটপসহ ০১ জন সাইবার অপরাধীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
গত ২২/০৪/২০২৪ খ্রিঃ তারিখ দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা মধ্যে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এর নেতৃত্বে কিশোরগঞ্জের জেলার সদর থানাধীন আঃ সামাদ প্লাজার নিচ তলায় "মেসার্স জেএফ টেলিকম" নামক দোকানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় হাতেনাতে আসামী মোঃ রুহুল আমিন (৩৫), পিতা-আঃ জলিল, সাং-পাঁচ দড়িল্লা, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে চুরিকৃত মোবাইল-০৩টি, আইএমইআই পরিবর্তন কাজে ব্যবহৃত সিপিইউ ও মনিটর-০১টি, আইএমইআই পরিবর্তন করা ডিভাইস-০৩টি উদ্ধার করা হয়। আসামী রুহুল আমিনের বিরুদ্ধে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।