আজ (১৭ ই মার্চ) রোজ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অর্পণ এবং বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।দিবসের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য।র্যালি শেষে সকাল ১০টায় নিকলী উপজেলা।প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি
ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.এম. রুহুল কুদ্দুস ভূঞা (জনি),
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার,উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতিলতা বর্মন, নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন,উপজেলা মৎস অফিসার জাহিদুল ইসলাম,মেডিকেল অফিসের ডাঃ সোহাগ মিয়া,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আবু হানিফ,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শামসুল হক রাকিব, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক,উপজেলা সমাজ সেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,উপজেলা ফায়ার সার্ভিস অফিসার রুস্তম আলী,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে আবৃত্তি,চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,তারপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করার পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।