ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

  • আপলোড তারিখঃ 21-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 123781 জন
ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলা দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দু’জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।


সোমবার (২১ অক্টোবর) সকালে ভোলা সদর ও দুপুরে  বোরহানউদ্দিনে উপজেলায় পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে 


সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া দু’জনের মধ্যে একজনের নাম মো. সফু মিয়া (৪৫)। তিনি বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। অপরজন হলো ছয় বছরের শিশু মো.সানি। সে ভোলা সদর উপজেলা আলিনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. হানিফ মিয়ার ছেলে।


বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে বেলা ১১ টার দিকে হেটে যাচ্ছিলেন সফু মিয়া । এসময় চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা টিএ এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস সফু মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর গাড়িটির চালক ও সহকারী সড়কের পাশে গাড়িটি রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার দুই আসামি হলেন- বাসটির চালক ও সহকারী। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।


অপরদিকে বেলা সাড়ে ১২ টার দিকে ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নের ৯ নম্বর  ওয়ার্ডে একটি অটোরিকশার ধাক্কায় শিশু সানির মৃত্যু হয়। শিশুটি রাস্তার পাশ থেকে খেলার বল তুলতে গিয়ে হঠাৎ দৌড় দেয়। এসময় অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় সানির পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন