ঢাকা | বঙ্গাব্দ

কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার কর্তৃক আয়োজিত সুস্বাস্থ্য এবং সঠিক রোগ নির্নয়ে স্থানীয় চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 21-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20102 জন
কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার কর্তৃক আয়োজিত সুস্বাস্থ্য এবং সঠিক রোগ নির্নয়ে স্থানীয় চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঐতিহ্যবাহী শরৎগঞ্জ বাজারে মঙ্গলবার (২১ জানুয়ারী ২০২৫) সকাল সাড়ে এগারোটার সময় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, ফৈলজানা ইউনিয়ন শাখা, চাটমোহর পাবনার সভাপতি ডাঃ নুরুল ইসলাম সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো.মোস্তফা জামাল শামীম (পরিচালক, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার, পাবনা)


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম (সভাপতি, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, চাটমোহর উপজেলা শাখা, পাবনা।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম (দপ্তর সম্পাদক, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, চাটমোহর উপজেলা শাখা, পাবনা)


সার্বিক সহযোগিতায় ছিলেন,মো. সাইদুল হাসান (জেনারেল ম্যানেজার, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার, পাবনা)


মতবিনিময় সভায় শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন। তন্মধ্যে বক্তব্য রাখেন- প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ(BMHA,RMP, হালিমপুর হিড়িন্দা বাজার) মো. জহুরুল ইসলাম(শরৎগঞ্জ), আসাদুজ্জামান উকিল(বালুদিয়ার), মো. শহিদুল ইসলাম (শরৎগঞ্জ বাজার),

ডাঃ মোঃ শাহীনুর রহমান(HMBBH,MP,DMFP,ঢাকা), ডাঃ বাদশাহ ফয়সাল (শরৎগঞ্জ বাজার),

মো. সিরাজুল ইসলাম সুজন(DMF) কুয়াবাসী,মো. কামরুল হাসান মাস্টার, (কচুগাড়ী) ডাঃ এমএম জাহাঙ্গীর আলম জিয়া (হাদল), মোঃ বারিক (শরৎগঞ্জ বাজার),ডাঃ মোঃ আব্দুল মজিদ(ইদিলপুর), ডাঃ মোঃ আতোয়ার রহমান (কুয়াবাসী), ডাঃ মোঃ জিয়াউর রহমান (শরৎগঞ্জ বাজার),ডাঃ আশরাফুল ইসলাম (শরৎগঞ্জ বাজার),ডাঃ মো. হাফিজুর রহমান (ইদিলপুর বাজার)।

মতবিনিময় সভায় বক্তাগন বলেন যে, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার গুনগুত মানসম্মত চিকিৎসা সেবা প্রদান ও সঠিক রোগ নির্নয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগন সর্বদা নিয়োজিত আছেন।আপনারা সকল পল্লী চিকিৎসকগন রুগীর গুনগত মানসম্মত চিকিৎসা সেবা নিতে রোগীদেরকে সঠিক ভাবে দিকনির্দেশনা দিতে আহ্বান জানান।

এছাড়াও কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পরিচালক মো. মোস্তফা জামাল শামীম বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে গরীব দুঃস্থ পরিবারের রোগীদের কে মানবিক ভাবে বিনামুল্যে সেবা প্রদান করে থাকি।


সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. আলহাজ উদ্দিন (সিনিয়র মার্কেটিং অফিসার, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার, পাবনা)

মতবিনিময় সভা পরিচালনা করেন মোঃ আব্দুস সবুর খান, সিনিয়র মার্কেটিং অফিসার, কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার, পাবনা)


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন