ঢাকা | বঙ্গাব্দ

নারী দিবস ২০২৪

  • আপলোড তারিখঃ 08-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 300169 জন
নারী দিবস ২০২৪ ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

নারীর সম অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।



এই দিনটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সেখানেই ফিরে আসে।


পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাবেকুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, এনজিও প্রতিনিধি সোহেল মাহমুদ, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জিনাত রেহানা ও নারী নেত্রী অধ্যক্ষ সাফিয়া খাতুন এসময় উপস্থিত ছিলেন।একসময় আমন্ত্রিত ব্যক্তিরা নারীদের প্রতি সদয় আচরণ ও সহমর্মিতা দেখানোর আহ্বান জানান |


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন