তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, নান্দাইল পৌর শাখার সভাপতি আবুল মুহিত প্রীতম ও সাধারণ সম্পাদক ইমরান হায়দার স্বাধীন এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়ছে।
সোমবার (২৯এপ্রিল) দুপুরে পৌর চত্বরে নান্দাইল পৌর শাখার সভাপতি আবুল মুহিত প্রীতম ও সাধারণ সম্পাদক ইমরান হায়দার স্বাধীনের নেতৃত্বে বৃক্ষরোপন করা হয়।
দেশব্যাপী বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলমান থাকায় এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে গত ২০ এপ্রিল ২০২৪ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ 'দশ দিনে পাঁচ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচি' ঘোষণা করে।
এসময় বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নান্দাইল পৌর ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ।