ঢাকা | বঙ্গাব্দ

সিলেটে তাজুল হত্যায় সাতজনের যাবজ্জীবন

  • আপলোড তারিখঃ 06-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 298199 জন
সিলেটে তাজুল হত্যায় সাতজনের যাবজ্জীবন ছবির ক্যাপশন: সিলেটে তাজুল হত্যায় সাতজনের যাবজ্জীবন
LaraTemplate

সিলেটে তাজুল হত্যায় সাতজনের যাবজ্জীবন


সিলেট প্রতিনিধি:



সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলাম হত্যা মামলার রায়ে সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক।পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার মোট ১৬ আসামির ৯ জনকে খালাস দেওয়া হয়েছে।


মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট মহানগরের কুয়ারপাড় ইঙ্গুলাল সড়কের ৪৮নং বাসার মৃত মহরম খানের ছেলে শাকিল ওরফে পিচ্চি শাকিল (২৪), পার্শ্ববর্তী খুলিয়াটুলা নিলীমা-৬৯ বাসার মৃত ধলা মিয়ার ছেলে সবুজ ওরফে টুকাই সবুজ (২৮), একই এলাকার নিলীমা ৫১নং বাসার মো. আব্দুল আলীমের ছেলে আল-আমিন ওরফে জেটলি (২৭), কলাপাড়ার গোপাল দাসের ছেলে মিঠুন দাস ধর্মান্তরিত মিন্টু আহমেদ, কুয়ারপাড় ৮নং ইঙ্গুলাল রোডের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল ওয়াহাব কাইয়ুম (৩৮), নগরের ঝেরঝেরি পাড়ার আব্দুর রবের ছেলে তোফায়েল আহমদ ও আব্দুর রহিম।


আর খালাসপ্রাপ্তরা হলেন-রিপন আহমদ, আমিরুল বিক্রম, মাহবুবুর রহমান মারুফ, শেখ রিপন মিয়া, সৈয়দ হাফিজ, সৈয়দ আজিজ, গুলজার, কৃঞ্চ ও টিপু। বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফুর আলী।


হত্যাকাণ্ডের শিকার তাজুল ইসলাম নগরের খুলিয়াটুলা নীলিমা-৫২/৪ নেহার মঞ্জিলের বাসিন্দা ও সিসিকের বর্তমান সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী। তিনি বিএনপির অংগসংগঠন স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।


মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ আগস্ট রাত ১০টার দিকে সিলেট নগরের খুলিয়াটুলা গরম দেওয়ানের মাজার সংলগ্ন সামনের সড়কে সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলামকে কুপিয়ে খুন করা হয়। হত্যাকারীরা প্রথমে তার চোখে মরিচ ও চুন ছিটিয়ে দেয়। এরপর তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার রাতেই অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করে পুলিশ।


পরবর্তীতে ২৩ আগস্ট নিহতের স্ত্রী শাহানা বেগম শানু বাদী হয়ে কোতোয়ালি থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২৯ জুলাই কোতোয়ালি থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. ইবাদুল্লাহ আদালতে এই মামলায় অভিযোগপত্র (নং-২২৩) দাখিল করেন। চার্জশিট থেকে তিনি ৬ জনকে অব্যাহতির আবেদন করেন।


মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে মঙ্গলবার ৩০ জানুয়ারি ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত।


প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ জানুয়ারি দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার পুলিশ ফাঁড়ির সামনে তাজুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে সুহান ইসলামকেও (১৮) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ঘটনার প্রায় আড়াই বছর পর একই কায়দায় সুহানের বাবা তাজুল ইসলামকে (৪২) হত্যা করা হয়। তাজুলকে হত্যার আগে ২০১৫ সালের ২১ ডিসেম্বর তার বড় ছেলে রায়হান ইসলামকেও একই কায়দায় চোখে চুন ঢেলে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন