ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখার আহবায়ক কমিটির অনুমোদন

  • আপলোড তারিখঃ 03-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 263341 জন
বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখার আহবায়ক কমিটির অনুমোদন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

 আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’র নতুন আহবায়ক কমিটির অনুমোদনের দেওয়া হয়েছে। এতে ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরেফিনকে আহবায়ক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। সোমবার (৩ জুন) কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ.ব.ম ফারুক ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন প্রদান করেন। 


৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান। এছাড়া কমিটির অন্যান্য  সদস্যরা হলেন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. মো: মামুনুর রহমান, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া।


অধ্যাপক ড. মো: ইব্রাহিম আব্দুল্লাহ, অধ্যাপক ড. মো: রবিউল হোসেন, অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, অধ্যাপক ড. তপন কুমার রায়, অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সাদাত, অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, অধ্যাপক ড. মোঃ আবদুল্লাহ-আল-মাসুদ, অধ্যাপক ড. মোঃ রকিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী, সহযোগী অধ্যাপক মো: সাজ্জাদ হোসেন জাহিদ, সহযোগী।


অধ্যাপক ড. লিটন বরুণ সিকদার, সহকারী অধ্যাপক মো: রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. মো: মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মো: রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক এম, এম, নাসিমুজ্জামান, সহকারী অধ্যাপক সাহিদা আখতার, প্রভাষক মো: ইমতিয়াজ ইসলাম এবং প্রভাষক অনিন্দিতা হাবিব প্রমুখ।


সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দীর্ঘদিনের আদর্শিক শিক্ষকদের বিভাজন একীভূত করে আহবায়ক কমিটি গঠন করায় গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় কেন্দ্রীয় কমিটি ও ইবি শিক্ষকদের প্রত্যাশিত আদর্শিক কর্মকান্ড পরিচালনা করতে আমরা সামর্থ্য হবো।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন