ঢাকা | বঙ্গাব্দ

জাহাজ নাবিকসহ মুক্ত করতে প্রচেষ্টা চালানো হচ্ছে :পররাষ্ট্রমন্ত্রী ড: হাসান মাহমুদ

  • আপলোড তারিখঃ 16-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 296060 জন
জাহাজ নাবিকসহ মুক্ত করতে প্রচেষ্টা চালানো হচ্ছে :পররাষ্ট্রমন্ত্রী ড: হাসান মাহমুদ ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া পৌরসভায় এডভোকেট নুরুছাফা  তালুকদার মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াকিল আহমদ তালুকদার ও সিরাজুল ইসলাম চোধুরী এবং কাজী জসিম ও নুরুল করিম বেবির স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ। 



 আজ শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রয়াত নেতাদের স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি বলেন। সোমালিয়ার উপকুলে জিম্মি বাংলাদেশি জাহাজ ও তেইশ নাবিক সহ দ্রুত সময়ের মধ্যে মুক্ত করতে সরকারের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডঃ হাসান মাহমুদ বলেন, আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের  আন্ত মন্ত্রণালয়ের বৈঠক  হয়েছে। তবে আমরা কোন ধাপে এগোচ্ছি সেটা বলতে চাই না জনসমক্ষে। তবে আমাদের প্রচেষ্টা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে জাহাজ ও নাবিক সহ মুক্ত করা। 



ডক্টর হাসান মাহমুদ আরো বলেন একই কোম্পানির আরেকটি জাহাজ ২০১০সালে ছিনতাই হয়েছিল।ঐ জাহাজটি মুক্ত করতে একশ দিন সময় লেগেছিল। তাদের প্রচেষটার কমতি নেই।বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। আশা করা যাচ্ছে অতীতের মত এবারও সম্পূর্ণ সুস্থ ভাবে জাহাজ ও নাবিকদের কে উদ্ধার করতে পারবেন। 

মোজাম্বিক থেকে পঞ্চাশ হাজার টন কয়লা নিয়ে ডুবে যাওয়ার পথে গত মঙ্গলবার বেলা দেড়টায় সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে এমডি আব্দুল্লাহ। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন।



নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন