ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • আপলোড তারিখঃ 26-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15969 জন
চন্দনাইশে বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রওশনহাট এলাকায় বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আরোহী আহত হয়েছেন।


নিহতের নাম মো. নোমান (২৫)। তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবদুর সবুরের ছেলে।


শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। হেলাল উদ্দীন নামে আহত আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে আনা হয়েছে।


দোহাজারী হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নোমান ও হেলাল উদ্দীন নামে দুই যুবক বিজিসি ট্রাস্ট এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে চন্দনাইশের হাশিমপুরের দিকে যাচ্ছিলেন। পথেই রওশনহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নোমান ঘটনাস্থলে নিহত হন।


অপর আরোহী হেলাল উদ্দীনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।


দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন