ধনী গরিব নির্বিশেষে, ইফতার হবে মিলেমিশে, এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সামাজিক সংগঠন হৃদয়ে নান্দাইল এর দ্বিতীয় বারের মতো ইফতার বিতরণ সম্পন্ন হয়েছে।
১-ই এপ্রিল'২৪ ইং রোজ: সোমবার ২১ শে রমজান চর বৈতাগর ইউনিয়নে অবস্থান রত মাতৃছায়া বৃদ্ধাশ্রম এবং নান্দাইল উপজেলা পরিষদের সামনে পথিক ইফতার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি আবু ইউসুফ সোহাগ সহ সভাপতি জহিরুল ইসলাম জহির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইয়ামিন সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম্মান অর্থ সম্পাদক শেখ শারাফাত পলাশ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তামিম হাসান তুষার ব্লাড বিষয়ক সম্পাদক হাফেজ বরকত উল্লাহ সহ আরো অনেকে।