চিঠি
মোঃ আবুল কালাম আজাদ
রচনার তারিখ:- ২১/০৪/২০২৪ খ্রিঃ
প্রিয় সহধর্মিণী,
কেমন আছ, আশা করি শরীর মন সংসার ছেলে মেয়েদের নিয়ে খোদার ফজলে ভালো আছ।
জান আমি না ভালো নাই, শরীর টা বেশ কয়েক দিন হোল খুব খারাপ যাচ্ছে, মনটাও ভালো নাই, সবসময় অজানা হতাশা আর দুশ্চিন্তা নিয়ে দিনাতিপাত করছি।
কারণ ছেলে মেয়েদের মাদ্রাসার খরচ সংসার চালানোর ব্যায় ভার বহন করতে গিয়ে আর্থিক দৌন্যতা আমাকে সারাক্ষণ কুরে কুরে খাচ্ছে।
তবুও আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যেভাবে রেখেছেন আল্লাহ তাতেই আলহামদুলিল্লাহ।
না পারছি তোমার বিলাশীতার সাধ পূরণ করতে, না পারছি দৈনন্দিনের খাদ্য তালিকায় রুচিশম্মত বাহারি খাবারের ব্যবস্থা করতে, না পারছি শান্তি সুখের ভোগ বিলাসী জীবন যাপন করাতে, না পারছি ছেলে মেয়েদের সকল চাহিদা সঠিক ভাবে পূরণ করতে, সেখানে আবার নিজেকে নিয়ে চিন্তা করার সুযোগ কোথায়,
তবুও যতটুকু না করলেই না সেটুকুই করছি তারপরও খানিকটা শুন্যতাই বুঝি রয়ে যায়।
জানিনা সেই শুন্যতা টাকে কোনো দিনো পূর্ণতা দিতে পারবো কিনা।
তবুও শত ব্যস্ততার মাঝে ও আর্থিক দৈন্যতার মাঝেও পূর্ণতা দিতে সচেষ্ট আছি, সেই সাথে একটু আধটু লেখা লেখি করে সকল চিন্তা দুঃখ দুর্দশা থেকে নিজেকে মুক্ত রাখায় সচেষ্ট আছি।
তুমি আমাকে অভিশাপ দিও না, আমার সাধ্য মতো তোমার সকল চাহিদা পূরণ করতে চেষ্টা করছি, হয়তো সমাজের আর দশজনের মতো পারছি না, আবার অবাঞ্ছিত করেও রাখিনি, তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে চোট বা গুনাগার করতে চাই না, তবুও যদি পার বিবেচনা করে দেখবা।
ছেলে মেয়েদের ও নিজেকে সবসময় পর্দায় রেখে আল্লাহ ও আল্লাহর রাসুলের পথে পরিচালিত করবে, লোভ হিংসা যেদ পরিত্যাগ করে চলবে, নিজের এক পাঁজর খুলে গেলেও ছার দিয়ে দিবে, কারণ ছার দেওয়া মহোত গুন আর ছার কৃত সম্পদ আল্লাহ কিয়ামতের দিন নেকি রুপে প্রেরণ করবেন।
সকল মানুষের সাথে বিনয় ও নম্রতার সাথে আদব নিয়ে কথা বলবে, কর্কট ভাষায় কথা বলবে না, সদা মিষ্টি ভাষি হিসাবে নিজেকে উপস্থাপন করবে, কেউ যেন তোমার কথা ও কাজে ব্যথিত না হয়, কারণ কথার ব্যাথা দারুন ব্যাথা কহননাযায় সে ব্যাথা সহনোনাযায়।
অনেক উপদেশ দিয়ে ফেল্লাম মন খারাপ করবেনা, উপদেশ দেওয়া সহজ কিন্তু উপদেশ পেয়ে সেই মোতাবেক চলা খুব কঠিন কারন আমি নিজেই চলতে পারিনা।
সারা জীবন দূর প্রবাসে জীবন যাপন করে গেলাম তোমার হক হয়তবা সঠিক ভাবে পালন করতে পারছিনা সে জন্য আমি সদা অনুতপ্ত, আর প্রবাসী কর্মীকে তুমি যেনেই জীবন সঙ্গী করেছ, আমি জানি তোমার সেই সহনশীল মন মানুসিকতা আছে।
এই চিঠি টা যেদিন তোমার হাতে পৌঁছাবে আমি হতো সেই দিন এই দুনিয়ায় থাকবো না সে দিন আমার জন্য দোয়া করিও আমার দোষ গুণ ক্ষমা করে।
আর আমার ছেলে মেয়েদের কেও আমার জন্য দোয়া করতে বলবে আমি শুধু মাত্র ছেলে মেয়েদের দোয়া পাওয়ার জন্যই জীবনের সকল সুখ শান্তি বির্শজন দিয়ে শেষ রক্ত বিন্দু দিয়ে কোরআন ও হাদিসের জ্ঞানে জ্ঞানান্বিত করে সমাজের সেরা মানুষের মতো মানুষ করেছি, আমার জানাজার নামাজ যেন আমার ছেলে পড়ায়ে আমাকে কবরস্ত করে।
এই আর কি, পরিশেষে তুমি ও তোমাদের সকলের সুস্বাস্থ্য ও সর্বোমঙ্গ সার্বিক সুখ শান্তি কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।
ইতি,
তোমার হতভাগ্য
- জীবন সাথী অধম নাদান কালাম