খুলনায় কেএমপি ডিবি পুলিশের অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত হোয়াইট (৪৪) কে গ্রেফতার করেছে।
শুক্রবার ( ২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলার সদর থানাধীন চাঁদপুর এলাকা হতে তাকে আটক করা হয়। সে খালীশপুর থানাধীন এলাকার বাসিন্দা কাজী খেলাফত হোসেন এর পুত্র। কেএমপি ডিবি পুলিশ জানায়, খুলনা মহানগর ডিবি পুলিশের ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম র্যাব-৬ এর সহায়তায় গোপন সংবাদের মাধ্যমে শুক্রবার সকালে ফরিদপুর জেলার সদর থানাধীন চাঁদপুর এলাকা হতে কাজী ইয়াসির আরাফাত হোয়াইটকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে খালিশপুর থানায় একাধিক মামলা রয়েছে। সে কেএমপি'র তালিকাভুক্ত সন্ত্রাসী।