সাহিত্য বিনোদ পন্ডিত পূর্ণানন্দ মহাস্থবির মহোদয়ের স্মৃতি স্মরণে ভান্ডারগাঁও পূর্ণানন্দ একাডেমী কর্তৃক প্রথমবারের মত আয়োজিত অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২০২৫। ১৬ দলের অংশগ্রহণে শুরু হয়েছে ফুটবল টূর্ণামেন্ট ২০২৫। উদ্বোধনী খেলায় বাথুয়া ফুটবল একাদশ ১-০ গোলে ছত্তরপিটুয়া ক্রিয়া একাদশকে পরাজিত করে শুভ সূচনা করেছে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রধান অতিথি - জনাব মোহাম্মদ কায়েস ( জনতার চেয়ারম্যান) পটিয়া উপজেলা সিনিয়ার বিএনপি নেতা, প্রধান বক্তা - মোঃ রেজাউল করিম সভাপতি, ৮ নং কাশিয়াইশ ইউনিয়ন জাতীয়তাবাদী দল,উদ্বোধক - অসিত বড়ুয়া সপু শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, ৮নং কাশীয়াইশ ইউনিয়ন বিএনপি, সভাপতি : ডিপলু বড়ুয়া পৃষ্ঠপোষক ভান্ডার গাওঁ পূর্ণানন্দ একাডেমি,
সাবেক সাধারণ সম্পাদক ভান্ডার গাঁও নব শক্তি সংঘ
বিশেষ অতিথি জনাব মীর মোঃ সরওয়ার সিনিয়র সদস্য, আহ্বায়ক কমিটি, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, চট্টগ্রাম দক্ষিণ জেলা।
জনাব মোঃ আলী আকবর, সাবেক ইউপি সদস্য। সাংগঠনিক সম্পাদক, ৮ নং কাশিয়াইশ ইউনিয়ন জাতীয়তাবাদী দল জনাব মোঃ শহিদুল আনোয়ার লিটন, সভাপতি দারক প্রগতি সংঘ, আহব্বায়ক - পটিয়া উপজেলা যুবদল। জনাব মোঃ এয়াকুব, সভাপতি - ৭ নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল বাবু সুনীল বড়ুয়া, বিশিষ্ট সমাজসেবক বাবু অমল বড়ুয়া বিশিষ্ট সমাজ সেবক, বাবু ভবতোষ বড়ুয়া বিশিষ্ট সমাজসেবক, বাবু ননী বড়ুয়া বিশিষ্ট সমাজসেবক, বাবু অক্ষয় বড়ুয়া, ডাঃ দেবব্রত বড়ুয়া বিশিষ্ট সমাজসেবক,বাবু জনি বড়ুয়া বিশিষ্ট ব্যবসায়ী। সঞ্চালনায় করেন বাবু ইমন বড়ুয়া, উক্ত টুর্নামেন্টে যাদের কথাই দর্শক ধরে রেখেছেন তাদের ছন্দে ছন্দে মুখরিত ছিল মাঠের সৌন্দর্য,যাদের আওয়াজে খেলোয়াড় কে উৎসাহিত করে সেই ভাষ্যকার ছিলেন তুহিন বড়ুয়া পিয়ন ও মালোশিয়া থেকে আগত এই টূর্ণামেন্ট ছন্দে ছন্দে মুখরিত করার জন্য এসেছেন বিজয় প্রকাশ বড়ুয়া প্রমূখ।