ঢাকা | বঙ্গাব্দ

মাদকসেবিদের অত্যাচারে পরিবার অতিষ্ঠঃ প্রশাসনের নিষ্ক্রিয়তায় দৃশ্যমান, যৌথ বাহিনীর তদারকি চায় গ্রামবাসীরা

  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 180513 জন
মাদকসেবিদের অত্যাচারে পরিবার অতিষ্ঠঃ  প্রশাসনের নিষ্ক্রিয়তায় দৃশ্যমান, যৌথ বাহিনীর  তদারকি চায় গ্রামবাসীরা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের বিভিন্ন গ্রাম গুলোতে মাদকসেবিদের তৎপরতা চোখে পড়ার মত। বিশেষ করে কচুগাড়ী, হিড়িন্দা বাজার, পবাখালী সহ আশপাশের কিছু গ্রামকে উল্লেখ করা যেতে পারে। 

কচুগাড়ী পূর্ব পাড়া নিবাসী আব্দুল হালিম সরদারের ছেলে মশিউর ©মশু (৩৭), কান্দিপাড়া প্রয়াত শুকুর আলী প্রামানিকের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৩৬), পশ্চিম পাড়া প্রয়াত নিজাম উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম(৩৫) সরকার পাড়া প্রয়াত আবু তালেব প্রামানিকের ছেলে মোঃ রোকন উদ্দিন(৩৫), চকপাড়া প্রয়াত আব্দুল প্রামানিকে ছেলে মোঃ কুরমান প্রামানিক (৬২), কচুগাড়ী পাগলী মোড় নিবাসী বজ্রপাতে নিহত সাইফুল ইসলামের পুত্র মোঃ সোহেল রানা(২৬),সহ আরো অনেক ব্যক্তি  রয়েছে যারা বিভিন্ন ধরনের মাদক ব্যবসা ও সেবনের সাথে সর্বশরীরে জড়িত! 

কচুগাড়ী কান্দিপাড়া প্রয়াত ইউনুস আলী মৃধার ছেলে রানা মৃধা (৩২), মোঃ আমাল  উদ্দিনের ছেলে মোঃ শাহেদ(৩২), মোঃ হাফিজুল ইসলামের ছেলে মোঃ নাহিদ হোসেন(২২)

কচুগাড়ী পূর্বপাড়া ইজার আলী প্রামানিকের মেঝো ছেলে মো আজিম উদ্দিন ©আজিম বাদশাহ (৩৫), মোঃ খাদেমুল ইসলাম বিশ্বাসের ছেলে মোঃ শরিকুল ইসলাম আলডমিন(৩৭), খোন্দকার পাড়া মৃত লবু সরদারের ছোট ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫), শহিদুল ইসলামের ছেলে সাব্বির রহমান(২৮) ও সোহেল রানার ছেলে স্বাধীন মোল্লা (১৫)।

হিড়িন্দা মৃত আফজাল হোসেন এর ছেলে মোঃ আব্দুল আজিজ(৪৫), মোঃ রফিকুল ইসলাম নাপিত(৩৫), মোঃ আলামিন নাপিত(৩০), হোন্ডা মেকার চান মিয়া(৪৫), মোঃ বকুল হোসেন (৩৮), মোঃ শিমুল হোসেন(৩০), আব্দুস সোবাহান হাট ঝাড়ুদার এর ছেলে মোঃ আব্দুল্লাহ(৩০) মৃত নামদার মোল্লার ছেলে আশরাফ আলী(৪৫), আজগার মোল্লার ছেলে সুলতান মাহমুদ (৪৬), তাছেম মোল্লার ছেলে রায়হান আলী (৩৫)।

পবাখালী সরদারপাড়া নিবাসী মৃত আনার আলীর ছেলে আব্দুস সামাদ সাধু(৫৬), মৃত ওমর আলী প্রাং এর ছেলে আব্দুস সোবাহান সাধু(৫৬), প্রয়াত আবু তাহের ডিলার এর ছেলে মোঃ সাচ্চু(৫২), মৃত রাজেম সরদারের ছেলে রবিউল ইসলাম মদন, কথিত আছে এদের মাঝে অনেকেই গাঁজার ব্যবসা করে। জেল জরিমানা সাজা/দন্ডে দন্ডিত হয়েছে তারপরেও গোপনে এ ব্যবসায় জড়িত রয়েছে।

পবাখালী পুকুরপাড়া নিবাসী নিজাম উদ্দিন(৩৫), পুর্বপাড়া নিবাসী মোঃ গোলজার হোসেন(৪৭), মৃত আবুল কাশেম এর ছেলে জহুরল ইসলাম (৩০), রাজু সরদারের ছেলে আলামিন(৩০), ক্লাবপাড়া আফজাল হোসেন সাধু(৫৫), মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ রকিবুল ইসলাম (৩০), আবুল হোসেন এর ছেলে আব্দুস শুকুর সাধু(৩৬), মৃত দুখু প্রাং এর ছেলে জহুরুল ইসলাম(৩৬), বাদশাহ প্রামাণিকের ছেলে মোঃ নান্নু মিয়া(৩৬) সহ গোপনে অনেকে গাজা সহ অন্যান্য নেশা গ্রহন করে থাকে। স্থানীয় সাধারণ জনগন তাদের কে কিছু বলতে সাহস পায়না। কারন শান্তিপ্রিয় লোকেরা মুখ বুঁজে সকল অন্যায় সহ্য করে নেয় কোনরুপ হেনস্থার শিকার হতে ইচ্ছুক নয়। 

এ সকল মাদক দেবীদের পরিবারের মধ্যে অনেকেই আতংক সৃষ্টি করে রেখেছে। 

পুলিশ প্রশাসনকে ইতিপুর্বে বারবার বলেও কোন সুরাহা হয়নি।তাই এখন যৌথ বাহিনী দেশব্যাপী অভিযান পরিচালনা করছেন।  দেশবাসীর মুখের দিকে চেয়ে পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী, হিড়িন্দা, পবাখালী সহ আশপাশের এলাকা গুলোতে অভিযান পরিচালনা করে ভুক্তভোগী পরিবার গুলোতে নুন্যতম শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে দিতে বিনীত অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন