ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) আদর্শ ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে চায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ শেষে আন্দোলনে শহিদদের জন্য দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এর আগে গতকাল সোমবার তাকে ইবির ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় পরে কর্মস্থলে যোগ দিতে আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তিনি ক্যাম্পাসে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাকে স্বাগত জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পরে তিনি ভিসির কার্যালয়ে গিয়ে যোগদান পত্রে স্বাক্ষর করেন।
পরে বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসর নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয় এরপর প্রশাসন ভবন চত্বরে তাঁকে গার্ড ওব অনার প্রদান করা হয় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, স্মৃতিসৌধ ও মুক্তবাংলা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
নবনিযুক্ত উপাচার্য বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের ফসল এ স্বাধীনতা। আমরা চাইলেই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে একটি উন্নত এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো আর এটি করতে পারলেই আমাদের প্রচেষ্টা সফল হবে। আমার কোন ব্যক্তিগত উদ্দেশ্য এখানে নেই। আমার উদ্দেশ্য, শিক্ষক কর্মকর্তাদের উদ্দেশ্য এবং ছাত্রদের উদ্দেশ্য একই।
আমি দায়িত্ব পালন করতে এসেছি দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতায় বৈষম্যহীন একটি পদ্ধতি চালু করার মাধ্যমে আমি সামনে অগ্রসর হবো। এতে ঐক্যের বন্ধন দৃঢ় হবে। আমাদের মধ্যে কোন হানাহানি, দ্বন্দ্ব থাকবে না আমরা সকলে একসাথে কাজ করব।
এসময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থের জন্য আমি কাজ করবব এই বিশ্ববিদ্যালয়কে আমি একটি ছাত্রবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করবো ছাত্রদের জ্ঞান চর্চার আদর্শ এই স্থানকে গবেষণার পথ প্রশস্ত করার লক্ষ্যে কাজ করবো আমি কোন বহিরাগত মানুষ না আমি দীর্ঘ সাড়ে ১০ বছর এখানে চাকরি করেছি। আমি আমার জীবনের শুরু এখানে করেছি এবং শিক্ষক হিসেবে যে পরিচয় এটি এই বিশ্ববিদ্যালয় থেকেই ছাত্রদের জন্য কাজ করেছি আল্লাহ আমাকে আবার কাজ করার সুযোগ করে দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে আসার ক্ষেত্রে আমার কোন ব্যক্তিগত পরিকল্পনা ছিল না।
আল্লাহ আমাকে ঠেলে পাঠিয়েছেন আমার বিশ্ববিদ্যালয় আমার ছাত্রদের সাথে সবচেয়ে বড় সম্পর্ক আর এই সম্পর্ক আমার এখানেও গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি আমি কোন স্বার্থ বা গুষ্ঠীর জন্য না আমি একমাত্র শিক্ষার্থীদের জন্য আমার কাজ হবে সত্য পথের কাজ এবং আল্লাহর নির্দেশিত পথের কাজ আমার কাজ হবে আদর্শ, আধুনিক এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে তৈরি করা।