বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলা ছাত্রদল আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি পালন করে। আজ বুধবার (০১ জানুয়ারি) রাত ১২:০১ মিনিটে বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভাটি করা হয়। পরবর্তীতে সকালে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ চর বিলাসের মাধ্যমে আনন্দ ভ্রমণ করে কর্মসূচি শেষ করে ।
হাইমচর উপজেলা ছাত্রদলের কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ আল-আমিন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের নেতা মোঃ শাকিল পাটওয়ারী'র পরিচালনায় অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক সরদার নূরে আলম জিকু,সাবেক হাইমচর উপজেলা ছাএদল নেতা ও হাইমচর উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন আসিফ, ছাত্রদলের তুগোড় ছাত্রনেতা বেপারী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ পারভেজ হোসেন, মোঃ মনির হোসেন গাজী, ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ছাত্রদল নেতা মোঃ মিনহাজ খান, ৬ নং চরভৈরবী ইউনিয়নের ছাত্রদলের নেতা মোঃ সাকিব সহ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নেছার আহমেদ সিকদার, হাইমচর উপজেলা ছাত্রদলের কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা জাকির সরদার, হাইমচর উপজেলা ছাত্রদলের কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা মানিক জমদার,হাইমচর উপজেলা ছাত্রদলের কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আল আমিন রনি,হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক কারা নির্যাতিত ছাত্রনেতা জুয়েল গাজী, হাইমচর উপজেলা যুবদলের নেতা মিজান খান, শিপন দেওয়ান, ছাএদল নেতা হোসেন ছৈয়াল,জুুয়েল মিজি সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।