ঢাকা | বঙ্গাব্দ

পাবনার চাটমোহরে গলা কেটে হত্যার চেষ্টা, অপরাধী পলাতক এলাকায় ভীতিকর অবস্থা

  • আপলোড তারিখঃ 13-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 134041 জন
পাবনার চাটমোহরে গলা কেটে হত্যার চেষ্টা, অপরাধী পলাতক এলাকায় ভীতিকর অবস্থা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার  চাটমোহর উপজেলা সদরের শাহী মসজিদ ও  জিরোপয়েন্টের  মাঝামাঝি এলাকায় শনিবার (১২অক্টোবর২০২৪)  বিকলে  একটি সেলুনে  গোপাল হলদার নামে এক ব্যক্তির গলায়   ছুরি দিয়ে  আঘাত করে হত্যা চেষ্টার খবর পাওয়া গেছে।



দিনের বেলায় এমন ঘটনায় এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। ঐ ঘটনায় গলা কাটা- রক্তাক্ত আবস্থায় গুরুতর আহত মনি হালদারের ছেলে গোপাল চন্দ্র হালদার (৬০) কে উদ্ধার করে  চাটমোহর হাসপাতালে  ভর্তি করা হয়। ডাক্তার তাকে রাজশাহী মেডিকাল হাসপাতালে নেবার পরামর্শ দেন।ঘটনার পরপরই সেলুন মালিক বোঁথর গ্রামের খগেনের ছেলে জীবন সেলুন থেকে পালিয়ে যায়।  সেলুনের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি ও ধস্তাধস্তি শব্দ শুনে এলাকাবাসী ও পথচারীরা এগিয়ে আসেন।সেলুনটি  ভেতর থেকে গ্লাস আটকানো থাকায় বাইরের কোন লোক ভিতরে প্রবেশ করতে পারছিল না।


এমন সময় কেউ কোন কিছু বুঝে ওঠার আগেই জীবন গ্লাস খুলে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় গোপালচন্দ্রকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে ভতি করা হয়। এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার  জানান, তার গলার বেশ অনেকটা অংশ গভীরভাবে কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সেলাই দিতে সমস্যা হচ্ছে।অপরদিকে  রক্তক্ষরন বন্ধ করা যাচ্ছে না। দ্রুত রাজশাহীতে নিতে  পরামর্শ দেন। খবর পেয়ে  চাটমোহর থানার পুলিশ সেলুনটি তল্লাশি করেন এবং রক্ত মাখা চাকু উদ্ধার করেন। জীবনকে গ্রেফতারের চেষ্টা চলছিল।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন