নান্দাইলে সাংবাদিকদের হয়রানির অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেনান্দাইলে সাংবাদিকদের হয়রানির অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেময়মনসিংহের নান্দাইলে অনুষ্ঠিত হয়ে যাওয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ইউএনও কর্তৃক উপজেলায় কর্মরত সাংবাদিকদেরকে হয়রানি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার, ৪জুন রাত পৌনে ১০টার দিকে নান্দাইলে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশত সাংবাদিক প্রেস মিটিংয়ের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুণ কৃষ্ণ পালের বিরুদ্ধে বিভিন্ন হয়ানির অভিযোগ তুলে ধরেন। সাংবাদিক মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে মোহাম্মদ এনামুল হক বাবুল ও শামছ-ই-তাবরীজ রায়হানের যৌথ সঞ্চালনায় প্রেস মিটিংয়ে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ইউএনও অরুণ কৃষ্ণ পাল নান্দাইলে যোগদানের পর থেকে কর্মরত সাংবাদিকদেরকে অহেতুক বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছেন।
বিশেষ করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিকদেরকে পর্যবেক্ষক কার্ড ইস্যু করতে প্রথম থেকেই গড়িমসি শুরু করেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর