ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় চেয়ারম্যান হলেন দিদারুল আলম

  • আপলোড তারিখঃ 30-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 266726 জন
পটিয়ায় চেয়ারম্যান হলেন দিদারুল আলম ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চট্টগ্রাম: তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পটিয়ায় নির্বাচিত হয়েছেন দিদারুল আলম।


বুধবার (২৯ মে) রাতে পটিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।


প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী, চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী দিদারুল আলম পেয়েছেন ৫৬ হাজার ৫৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন ৪৬ হাজার ১৪২ ভোট।


পটিয়া উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৩৪ হাজার ৫৪৫ জন। নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ৬ হাজার ২৯১টি।


যা মোট ভোটের ৩১ দশমিক ৭৭ শতাংশ। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৬০৮টি।নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আবু সালেহ মোহাম্মদ শাহরিয়ার পেয়েছেন ২৩ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হাসান পেয়েছেন ২৩ হাজার ৭৩ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত মাজেদা বেগম পেয়েছেন ২৪ হাজার ৮৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজেদা বেগম পেয়েছেন ২৪ হাজার ৭৩১ ভোট।


নির্বাচনে দিন প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ায় একটি কেন্দ্রের ফলাফল স্থগিত করে নির্বাচন কম


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন