ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 02-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 83557 জন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড ও কল্যাণ সভা  অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেড পরিদর্শন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার ড.মোঃ নাজমুল করিম খান ।  


শুরুতে কমিশনার মহোদয় সালামি  গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মান্যবর পুলিশ কমিশনার সকলের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের  সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে কল্যাণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন  ড.মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। উক্ত সভায় কমিশনার মহোদয় সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং কমিশনার মহোদয় তার বক্তব্যে সদস্যদের আশানুরূপ কল্যাণ করার আশ্বাস দেন।


উক্ত মাস্টার প্যারেড ও কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন