২৭ই জানুয়ারি রোজ সোমবার চাঁদপুর জেলার হাইমচর উপজেলার অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদের ২০২৫ এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ভিঙ্গুলিয়া ছৈয়াল বাড়ির সামনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা- আলাউদ্দিন পাটওয়ারী, উপদেষ্টা সুলতান বেগ,জয়নাল আবেদীন, বোরহান গাজী,আখন শরীফ,সুমন খাঁন,স্বপন খাঁন,হারুন ছৈয়াল,পরিচালক-কাজী আন্নাছ, প্রতিষ্ঠাতার সদস্য মো: হেলাল গাজী মো: ফারুক পাটওয়ারী, তুহিন হাওলাদার সহ সংগঠনের দায়িত্বশীলদের পরামর্শে সভাপতি মিলন কাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন আসিফ, প্রশাসনিক উপদেষ্টা ,খলিল গাজী সহ সভাপতি উপদেষ্টা,মনির হোসেন -প্রতিষ্ঠাতা পরিচালক নবীন সমাজ কল্যাণ পরিষদ,দেলোয়ার গোলদার, উপদেষ্টা রুবেল দেওয়ান, সেক্রেটারি সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব সাদ্দাম কবিরাজ সেক্রেটারি মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা। এসময় উপস্থিত অতিথি ও সংগঠনের।