আসন্ন ভোলা সদর উপজেলা নির্বাচন উপলক্ষে জনসমর্থন বৃদ্ধি করছেন প্রার্থীরা। তবে ভোলার তৃণমূল পর্যায় পর্যালোচনা করে অনেকটা নিশ্চিত হওয়া গেছে জনসমর্থনের দিক দিয়ে অনেকাংশে আগানো বর্তমান চেয়ারম্যান মোশারেফ হোসেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে মোশারফ হোসেন চেয়ারম্যানের জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ ও হোন্ডা সোডাউন দেন নেতাকর্মীরা।
আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রচারনা চালাচ্ছেন প্রত্যেক ইউনিয়নের-ওয়ার্ড, পাড়া ও মহল্লায়। তাকে আবারো উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ভোলার সর্বস্তরের জনগণ ।
সাধারণ ভোটাররা জানান, প্রচার-প্রচারণায় এখন পর্যন্ত এগিয়ে আছেন মোশারেফ হোসেন। ইতিমধ্যে তার হয়ে প্রচারণায় নেমেছে আঃলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক পালোয়ান, সাবেক সাধারণ সম্পাদক দুলাল মহাজন, সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মেম্বার, দপ্তর সম্পাদক ফরিদ দালাল, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রাসেল মিয়া ও ইউনিয়ন যুবলীগ নেতা ও স্পিডবোট ব্যবসায়ী আলাউদ্দিন মিয়া ,সালাউদ্দিন মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগ সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।