ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি পেল কোল সম্প্রদায়ের শিক্ষার্থীরা

  • আপলোড তারিখঃ 13-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 236223 জন
মিরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি পেল কোল সম্প্রদায়ের শিক্ষার্থীরা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কুষ্টিয়ার মিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্টি কোল সম্প্রদায়ের ছাত্রীদের মাঝে পাঁচটি বাইসাইকেল এবং উনিশ জন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।



শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলার পরিষদ চত্বরে সাইকেল ও বৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় মিরপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোল সম্প্রদায়ের মেয়েদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।


এছাড়াও কোন সম্প্রদায়ের ছেলেমেয়েদের জন্য তিন স্তরে ভাগ করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উক্ত শিক্ষাবৃত্তিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর চারজন শিক্ষার্থীর প্রত্যেক কে ৯ হাজার ৫০০ টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ৫ জন শিক্ষার্থীর প্রত্যেক কে ৬০০০ টাকা, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর দশ জন শিক্ষার্থীর প্রত্যেক কে ২৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।


এ প্রসঙ্গে ইউএনও বিবি করিমুন্নেসা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে মিরপুরে ২০২৩-২৪ অর্থবছরে কোল সম্প্রদায়ের পাঁচজন মেয়েকে বাইসাইকেল ও ১৯ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন