ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে ২৬ নং ওয়ার্ড এর মারিয়ালি স্কুলের সামনে মাদকের বেচা কেনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক স্থানীয় যুবককে কুপিয়ে হত্যা।

  • আপলোড তারিখঃ 13-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 101008 জন
গাজীপুরে ২৬ নং ওয়ার্ড এর মারিয়ালি স্কুলের সামনে মাদকের বেচা কেনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক স্থানীয় যুবককে কুপিয়ে হত্যা। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

গাজীপুর সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ড এর মারিয়ালি স্কুলের সামনে গতকাল রাতে মাদকের বেচা কেনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সুজন নামের এক স্থানীয় যুবককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।


২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান মিয়া হান্নুর সবথেকে কাছের লোকটি একজন বিশিষ্ট মাদক ব্যাবসায়ী (খুসি) বলে জানান তারা।পুলিশ খুশির বাসা তল্লাসি করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।এতে এলাকার জনগনের এর মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।


অভিযুক্ত খুশি জানান,সত্য ও সঠিক জেনে ও তদন্ত করে প্রচার করুন দয়া করে।আমি নিজেও এই অনাকাঙ্ক্ষিত হত্যাকান্ডের জন্য মর্মাহত কিন্তু আমি নির্দোষ আর আমি কোন মাদক ব্যবসার সাথে জরিত না আর কোনদিন করিও নাই মারিয়ালিবাসি আমার সম্পর্কে যা সঠিক  তাই বলবে বলে আমার বিশ্বাস। আমি কে বা আমি কেমন আর কর্মকান্ড চালচলন চলাফেরা কেমন কখনো কোন অন্যায় ও অপরাধমুলক কোন কিছু হয়েছে বা করেছি কিনা তারা তাদের বিবেকের আদালতে বিচার করে বলবে ইনশাআল্লাহ জদি আমি নিরপরাধ ও সঠিক হয়ে থাকি তাহলে এই ন্যায়বিচার হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন