ঢাকা | বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় সেলুন দোকানদারকে হ*ত্যার ঘটনায় মামলা

  • আপলোড তারিখঃ 09-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 301839 জন
রাঙ্গুনিয়ায় সেলুন দোকানদারকে হ*ত্যার ঘটনায় মামলা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate
চট্রগ্রামের রাংগুনিয়া উপজেলায় সন্তোষ কুমার শীল (৬৫) নামে শেলুন দোকানদারকে ছু*রিকাঘাতে খু*নের ঘটনায় হ*ত্যা মামলা দায়ের হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নিহতের ছোট ভাই অদীর শীল বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি, অজ্ঞাতনামা দেয়া হয়েছে। হ*ত্যাকাণ্ডের পর থেকেই এর রহস্য উদঘাটন এবং হত্যার সাথে জড়িতদের ধরতে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার দিনগত রাতে সরফভাটা ক্ষেত্রবাজারের নিজের শেলুন দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছু*রিকাঘাতে খু*ন হয়েছিলেন সন্তোষ কুমার শীল। বাজার এবং বাড়ির মাঝখানে বিলের মাঝে তার লা*শটি পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয়। তিনি ক্ষেত্রবাজারের পার্শ্ববর্তী ক্ষেত্র মহাজন বাড়ির খগেন্দ্র লাল শীলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম মেজ জানান, কি কারণে তিনি খু*ন হলেন তা এখনো জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে তার সাথে পারিবারিক কিংবা ব্যক্তিগত কারো সাথে বিরোধ ছিলো না। তবে এই হ*ত্যাকাণ্ডের ঘটনা যারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

মামলার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, "বুধবার রাতে নি*হতের ছোট ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের আসামি করে মামলাটি করেন। তবে আমরা এই হ*ত্যার রহস্য উদঘাটনে সিসিটিভি ক্যামরা ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্ন খুটিনাটি বিষয় খতিয়ে দেখছি, সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করছি। দ্রুততম সময়ে জড়িতদের যাতে চিহ্নিত করা যায়, সেই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন