সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা:) এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে ইটনা উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক কেরাত, হামদ-নাত, কুইজ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
সোমবার, ১৬ সেপ্টেম্বর সকাল থেকে মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন, রাজেন্দ্র আশলতা উচ্চ বিদ্যালয়, ইটনা নুরপুর ডি.ডি মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হযরত মোহাম্মদ (সা:) এর জন্ম মৃত্যু ও কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়। প্রতিষ্ঠান ভিত্তিক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইটনা নুরপুর ডি.ডি মাদরাসার সুপার মো. জসিম উদ্দিন, সহ-সুপার মাওলানা শফিউল আলম, সাংবাদিক তাজুল ইসলাম, সহকারী শিক্ষক আবু নাছের, সহকারী শিক্ষক জাইজুল হক কমল, এনায়েত কবির, কামরুল ইসলাম, মোজাম্মেল হক প্রমুখ।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক পান্না লাল, রাজেন্দ্র আশলতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্টু রায়, সিনিয়র সাংবাদিক শাহেদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাজার, খানকা মসজিদে দোয়া ও আলোচনার মাধ্যমে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।