ঢাকা | বঙ্গাব্দ

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন

  • আপলোড তারিখঃ 21-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 285643 জন
কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

রাঙামাটির জেলার কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন   এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন  মনোনয়ন পত্র জমা করেছেন বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা। 


কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন,  ৬ষ্ট কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন ছিল  রবিবার ( ২১ এপ্রিল) বিকেল ৪ টা পর্যন্ত।   কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনলাইনে   উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন   এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন  মনোনয়ন পত্র    দাখিল করেছেন। মনোনয়ন পত্র বাছাইয়ের সময় আগামী ২৩ এপ্রিল মঙ্গলবার এবং ভোটগ্রহন ২১ মে।


এদিকে  রবিবার ৪ টায় কাপ্তাই উপজেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত তালিকায় দেখা যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অনলাইনে যাঁরা যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কাপ্তাই উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা এবং সাবেক জাতীয় দলের কৃতি ফুটবলার ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা। 


পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যাঁরা যাঁরা মনোনয়ন পত্র দাখি়ল করেছেন  তাঁরা হলেন কাপ্তাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন,   কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের   সদস্য ও সাবেক ইউপি সদস্য  সুইপ্রু মারমা,  কাপ্তাই উপজেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা  প্রকৌশলী পরিষদের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা প্রকৌশলী মো: আরিফুল ইসলাম বাবু এবং চাষী কামাল।


এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন 

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাপ্তাই উপজেলা শাখার  মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফারহানা আহমেদ পপি এবং  রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক বিউটি হোসেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন