ঢাকা | বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে আওয়ামী ও যুবলীগ নেতা গ্রেফতার

  • আপলোড তারিখঃ 21-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 91941 জন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে আওয়ামী ও যুবলীগ নেতা গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় এক যুবলীগ নেতা ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার  মো. কামরুল ইসলাম(৩৪) কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ঘোড়া নিয়ারপাড় এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি  বৌলাই ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকে এবং   মো. শেখ সাদী (৫০) বৌলাই ইউনিয়নের পাটধা নয়াপাড়া এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে ও বৌলাই ইউনয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক।

সোমবার, ১৯ নভেম্বর রাত ৭টা থেকে রাত সাড়ে পর্যন্ত পরিচালিত পৃথক পৃথক অভিযানে বৌলাই ইউনিয়নের বিভিন্ন স্থানে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের  বিষয়টি জানান র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. আব্দুল হাই।

তিনি আরো জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় গত ৫ অগাস্ট বেলা বিকাল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ জেলার সদরের নগুয়া সিএনজি  স্টেশন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে অনেক ছাত্র-জনতা গুরুতর আহত  হন।

ওই হামলার ঘটনায় মো. শফিকুল ইসলাম হৃদয় বাদি হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর র‌্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন