ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় বিপুল অস্ত্রসহ ৭ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

  • আপলোড তারিখঃ 16-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 159346 জন
ভোলায় বিপুল অস্ত্রসহ ৭ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনীর প্রধান মিজানসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড।


সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন।


আটক সাতজন হলেন মো. মিজানুর রহমান, মো. মিরাজ হোসেন, আবুল কালাম, রাসেল আহমেদ, মো. মামুন, শামসুদ্দিন রহমান এবং সাইফুল মাহমুদ।


এদের মধ্যে মিজানুর রহমান সন্ত্রাসী গ্রুপের প্রধান তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের কাছে তিনি কল্লাকাটা মিজান নামে পরিচিত।


জানা গেছে, রোববার (১৫ সেপ্টেম্বর) গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে ভোলা সদর উপজেলার চরসামাইয়া এলাকা থেকে অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়।


কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে সন্ত্রাসী মিজানুর রহমান মিয়াজীর নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও জুলুমের মতো কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে কোস্ট গার্ডের কাছে সাহয্য চাইলে তাদের প্রাণনাশের হুমকি দেয়। 


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টা থেকে থেকে সোমবার ভোর পর্যন্ত চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মিয়াজির বাড়ি, পালোয়ানের বাড়ি ও মিজি বাড়িতে তল্লাশি চালিয়ে সন্ত্রাসী বাহিনীর প্রধান মিজানুর রহমান মিজান মিয়াজিসহ সাতজনকে ২৫টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয় আটক সাতজন ও জব্দকৃত দেশীয় অস্ত্র এবং বিভিন্ন আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন