ঢাকা | বঙ্গাব্দ

আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক

  • আপলোড তারিখঃ 20-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 155553 জন
আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ওদ তার ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী এসময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে শহরের আবহাওয়া অফিস রোড এলাকার মিয়াজী বাড়ি থেকে তাদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একে এম নাছির উদ্দিন নান্নু (৬২) ও তার ছেলে মো. আরিফ (৩৩)।বেলা ১১টার দিকে ভোলা সদরের খেয়াঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংসাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. সাব্বির আহমেদ জানান, একে এম নাছির উদ্দিন নান্নুর নেতৃত্বে মদনপুর ইউনিয়নের চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম পরিচালিত হয়ে আসছিল এ বিষয়ে ভুক্তভোগীরা কোস্টগার্ডকে জানালে নান্নু বাহিনী তাদের প্রাণনাশকের হুমকি দেয়।


গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ভোলা পৌর এলাকার আবহাওয়া অফিস রোডের মিয়াজী বাড়িতে কোস্টগার্ড, নৌ বাহিনী ও পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে এসময় দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি দেশীয় অস্ত্রসহ একেএম নাছির উদ্দিন নান্নু ও তার ছেলেকে আটক করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন