ঢাকা | বঙ্গাব্দ

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ ১ জন গ্রেফতার

  • আপলোড তারিখঃ 09-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 139095 জন
খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস থেকে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ ১ জন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ সকাল ১০ ঘটিকার সময় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ মো.মুজাইদুল হোসেন (২৫) নামে এক যুবক আটক করেছেন।


আজ ব( ৯ অক্টোবর)  বুধবার সকাল ১০:৩০ টা সময়  খুলনার জেলার  ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহি বাস তল্লাশী করে ভারতীয় অবৈধ ফেনসিডিল সহ  তাকে আটক করা হয়।


 আটককৃত মো. মুজাইদুল হোসেন সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন বেউলা গ্রামের বাসিন্দা মো.এনামুল সরদারের ছেলে।  খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর সহকারি পরিচালক মো: ইফতেখার হুমায়ের তত্ত্ববধানে গোয়েন্দার পরিদর্শক মো: আতাউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


খুলনা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর সূত্র মতে, গতকাল সকাল সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর পরিদর্শক মো: আতাউর রহমানের নেতৃত্বে একটি টিম খুলনার ডুমুরিয়া উপজেলা ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করেন। এ সময়ে খুলনার উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ইউরেকা জান্নাত নামক একটি যাত্রীবাহি মিনিবাস  (যার নং যশোর-জ-০৪-০০৪৮) সাতক্ষীরা-চুকনগর সড়কে যাত্রী বহন করে । এবং যাত্রীবাহী বাস তল্লাশী করে যাত্রী মো: মুজাইদুল হোসেনের কাছে ব্যাগ তল্লাশী চালিয়ে ১৫০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।


খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এর পরিদর্শক মো: আতাউর রহমান বলেন, ফেনসিডিলসহ আটক মো.মুজাইদুল হোসনে এর আগেও একবার ফেনসিডিলসহ আটক হয়েছিলো বলে সে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।  তার কাছে থেকে উদ্ধার হওয়া ফেনসিডিল বর্তমানে বাজারমুল্য আনুমানিক  ৪ লাখ ৫০ হাজার  টাকা। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রক্রিয়া চলছে ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ কামরুল ইসলাম

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন