ঢাকা | বঙ্গাব্দ

করিমগঞ্জে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ 28-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 51507 জন
করিমগঞ্জে খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের করিমগঞ্জে পছাহারা খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে কাদিরজঙ্গল ইউনিয়নের জনগণ।


শনিবার,২৮ ডিসেম্বর সকালে খালের পাড়ে এই মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক ভুক্তভোগী কৃষক অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা “কৃষক বাঁচাও, বাঁচাও দেশ” স্লোগান দিয়ে জানান, স্থানীয় প্রভাবশালীরা খালটি ভরাট করে দখল করে নিয়েছে। এর ফলে শুকনো মৌসুমে ব্যাপক পানি সংকট দেখা দেয় এবং বর্ষাকালে পানি নিষ্কাশনের অভাবে ইউনিয়নের কয়েকটি গ্রামে জলাবদ্ধতা তৈরি হয়।


তারা অভিযোগ করেন, খালটি পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হবে। খাল দখলমুক্ত করে দ্রুত পুনঃখননের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা।


মানববন্ধনে বড় বিল, পিয়ারগাতী, ভাটি মনোহরপুর ও গজাড়িয়া এলাকাসহ কাদিরজঙ্গল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন