ঢাকা | বঙ্গাব্দ

মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান রিয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী নির্বাচিত

  • আপলোড তারিখঃ 09-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 278223 জন
মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান রিয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী নির্বাচিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন ৮ মে বুধবার অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ।




মতলব উত্তর উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৯ টি কেন্দ্রের ফলাফলে ঘোড়া প্রতীকের প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি পেয়েছে ৩৪ হাজার ২৮০ টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের মুক্তার গাজী পেয়েছে ১৬ হাজার ৬৬৯ ভোট।



উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ কাপ-পিরিচ পেয়েছে ১৪ হাজার ৭২৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল হাসান রিয়াজ টিউবওয়েল প্রতীক বিপুল ভোটের ব্যবধানে জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান তালা প্রতীককে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।



মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশেন কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের,এদিকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়পর নেতাকর্মী ও সর্মথকরা আনন্দ উল্লাস, মিছিল ও মিষ্টি বিতরণ করেন।



নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মানিক দর্জি বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সহযোগিতায় আপনাদের সুখে দুঃখে পাশে থেকে সেবা করতে পারি, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ বলেন, মতলব উত্তরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে নির্বাচিত করায়। 



উল্লেখ্য, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন