ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া উচিত: জাতিসংঘ

  • আপলোড তারিখঃ 06-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 301270 জন
বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া উচিত: জাতিসংঘ ছবির ক্যাপশন: বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া উচিত: জাতিসংঘ
LaraTemplate

বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া উচিত: জাতিসংঘ


স্বাধীন ৭১ ডেস্ক:


বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।


গতকাল সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেন।


ব্রিফিংয়ে এক সাংবাদিক তাঁর প্রশ্নে বলেন, বাংলাদেশে বিনা অভিযোগে বা অভিযোগে আটক সব রাজনৈতিক কর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের আহ্বানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব কি একমত পোষণ করেন?


এই আটকের বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সংগতিহীন। মুখপাত্র জানেন, আটক রাজনৈতিক কর্মীর সংখ্যা ২৫ হাজার।


জবাবে মুখপাত্র বলেন, নীতিগতভাবে তাঁরা বিশ্বাস করেন, রাজনৈতিক মতামত প্রকাশের জন্য মানুষকে কখনোই কারাগারে পাঠানো উচিত নয়। তাঁদের মুক্তি দেওয়া উচিত, বিশেষ করে তাঁরা যদি অভিযুক্ত না হন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন