১২ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ৯:৩০টায় দুর্গাপুর ইস্কুল এন্ড কলেজে সারা বাংলাদেশের সঙ্গে একসাথে শুরু হলো অর্থনৈতিক শুমারীর ২য় ধাপের কাজ ২০২৪। সারাদেশের মতন চাঁদপুর হাইমচর উপজেলায় দুর্গাপুর ইস্কুল এন্ড কলেজে শুরু হইছে এই প্রশিক্ষণ।
হাইমচর উপজেলায় প্রশিক্ষণের দায়িত্বে আছেন উপজেলা পরিসংখ্যান অফিসার জনাব সনজিত স্যার এবং জোনাল অফিসার হিসেবে আছেন জসিমউদ্দিন রনি । এই প্রশিক্ষণে হাইমচরের ২ জোনে গণনাকারী ও এবারে ১ম সুপারভাইজারসহ প্রায় ৮০ জন প্রশিক্ষণ গ্রহণ করছেন। শুমারির ২য় ধাপের তথ্য সংগ্রহের সময় ১০ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর।
শুমারীর বিষয়ে হাইমচর উপজেলা পরিসংখ্যান কর্মকতা সনজিত স্যার বলেন এই শুমারীতে প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড,কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, আয়-ব্যয়, কর প্রদানসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এই শুমারিতে। জোনাল অফিসার জসীমউদ্দিন রনি জানান ট্রেনিং ১ম ধাপে প্রাথমিক পর্যায়ে ২০দিন প্রতিটি গ্রাম,অঞ্চল, বাজার, পাড়া মহল্লা থেকে তথ্য সংগ্রহ করেন গণনাকারীরা।
এবার ২য় ধাপের কার্যক্রমে ১৬দিন তথ্য সংগ্রহের পাশাপাশি আগের কাজ পূর্ন নিরীক্ষণ হবে। সুপারভাইজার গগণাকারীর কাজ পর্যবেক্ষণ করবেন পাশাপাশি সমন্বয় করে দিবে গণনাকারীদের কাজ। এছাড়া প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ২ জন আইটি অফিসার আছেন। শুমারী কার্যক্রম হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সফটওয়্যার ব্যবহার করে। সকল গণনাকারীকে ট্যাব প্রদান করা হবে। শুক্রবার ট্যাব, ব্যাগ, স্টিকার সহ প্রয়োজন কাগজপত্র ও ইকুইপমেন্ট প্রদান করা হবে।আইটি সুপারভাইজার সকল ধরনের টেকনিক্যাল সমস্যা ও কাজ গুলো পর্যবেক্ষণ করবেন।