ঢাকা | বঙ্গাব্দ

ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. মিজান

  • আপলোড তারিখঃ 08-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 140722 জন
ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট ড. মিজান ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ.টি.এম. মিজানুর রহমান মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম ইতোমধ্যে পদত্যাগ করেছেন ফলে তদস্থলে একই বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান-কে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ০৮ অক্টোবর থেকে আগামী এক বছর তিনি এই দায়িত্ব পালন করবেন এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। 


দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রভোস্টের দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. শফিকুল ইসলাম-কে ধন্যবাদ জ্ঞাপন করেছে কর্তৃপক্ষ।


নতুন দায়িত্ব পেয়ে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান সকলের সহযোগিতায় সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করবেন বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন