ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (২ অক্টোবর) সকাল ১০ টায় মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নাম্বার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ৮ বিভাগের সভাপতি, শিক্ষক ও ২ শতাধিক সাধারণ শিক্ষার্থী।
অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন ধর্ম গ্রন্থ থেকে তেলোয়াত করা হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে মতামত পেশ করা হয় এসময় প্রতি বিভাগ থেকে একজন শিক্ষার্থী কথা বলার সুযোগ পায়। প্রায় প্রতিটি বিভাগের কমন দাবি ছিলো পর্যাপ্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা করা, সেশনজট নিরসন করা এবং যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া। আমাদের সেমিনার লাইব্রেরি আছে কিন্তু তাতে বই নাই। আমাদের কিছু বিভাগে কম্পিউটার ল্যাব আছে কিন্তু কম্পিউটার নাই।
অধিকাংশ বিভাগের কম্পিউটার ল্যাব নেই। ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষার্থীদের সংস্কার ভাবনা শোনার জন্য এ সভা অনুষ্ঠিত হয় এসময় শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেন উপাচার্য।
সভায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তোমরা এতদিন সংকীর্ণতা অনুভব করতে পারো কিন্তু সামনে আর করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে-সব কোর্স পড়ানো হয়, যে সিলেবাস ফলো করা হয়, যে মানসম্মত শিক্ষকেরা পাঠদান করেন, সেসব কিছুই এখানে ব্যবস্থা করা হবে।
বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা প্রয়োজন কারণ তোমরাই সবচেয়ে ভালো ভাবে সমস্যা গুলো চিহ্নিত করতে পারবে৷ আমার প্রধান লক্ষ থাকবে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া।
আমাকে সহযোগিতা না করলে ক্যাম্পাসে উন্নতি করা সম্ভব হবে না। তোমাদের শিক্ষকদের সাথে নিয়ে আমি তোমাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।