ঢাকা | বঙ্গাব্দ

মানবাধিকায় কিশোরগঞ্জ এর গনইফতার অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 26-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 293129 জন
মানবাধিকায় কিশোরগঞ্জ এর গনইফতার অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

মহান স্বাধীনতা দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও রমজানের শিক্ষা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এছাড়া সর্বস্তরে ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিতে গণ-ইফতারের আয়োজন করেছে মানবিকাতায় কিশোরগঞ্জ। 


মঙ্গলবার  (২৬ মার্চ) গুরুদয়াল কলেজের মুক্তমঞ্চে গণ-ইফতারের আয়োজন করা হয়।


মানবিকতায় কিশোরগঞ্জ যুব সংস্থার ব্যানারে অনুষ্ঠিত এ ইফতারে প্রায় সাত শতাধিক স্বেচ্ছাসেবী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।আসরের নামাজের পর থেকেই একে একে জড়ো হতে থাকেন।


এরপর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও ইসলামি বিভিন্ন পরিবেশনা করতে থাকেন। দোয়া-মোনাজাত পর্বের পর মাগরিবের আজান দিলে সবাই একসঙ্গে ইফতারি করেন।


গণ-ইফতারির অন্যতম আয়োজক মুরাদ আহমেদ বলেন, শহীদের মাগফেরাত ও রমজানের মাহাত্ম্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব তুলে ধরতে এবং ইসলামে সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে আমাদের এ ইফতার কর্মসূচি। এতে প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন